বান্দরবানে রেড ক্রিসেন্ট সোসাইটি ও স্যাপলিং প্রকল্পের যৌথ উদ্যোগে স্বেচ্ছাসেবক সমাবেশ অনুষ্ঠিত
প্রকাশিত : ০৬:৪১ PM, ২৪ সেপ্টেম্বর ২০১৯ মঙ্গলবার ২৯১ বার পঠিত
বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি বান্দরবান ইউনিটের আয়োজনে স্যাপলিং প্রকল্পের সহযোগিতায় রেড ক্রিসেন্ট যুব সেচ্ছাসেবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১০:০০ ঘটিকায় সমাবেশ উপলক্ষ্যে জেলা প্রশাসকের কার্যালয় হতে একটি বার্ণাঢ্য র্যালী বের হয়। র্যালীটি শহরস্থ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে অরুণ সারকি টাউন হলের সামনে গিয়ে শেষ হয়।
পরবর্তীতে অরুণ সারকি টাউন হলে যুব সমাবেশ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট মহাসচিব মোহাম্মদ ফিরোজ সালাহ উদ্দিন (সাবেক সচিব)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শামীম হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোঃ কামরুজ্জামান, বান্দরবান রেডক্রিসেন্ট এর সেক্রেটারি একেএম জাহাঙ্গীর এছাড়াও বিভিন্ন এনজিও সংস্থা কারিতাস, হেলেন কেলার, ক্যাথলিক রিলিফ সার্ভিস, USAID ও বান্দরবানের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্র ছাত্রী বৃন্দ ও জেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উক্ত সমাবেশে যে কোন দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির যুব সেচ্ছাসেবক দলের প্রশংসনীয় ভূমিকা এবং ভবিষ্যতে যে কোন দূর্যোগে করনীয় বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি Alokito Sakal'কে জানাতে ই-মেইল করুন- dailyalokitosakal@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
Alokito Sakal'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।