বান্দরবানে পুলিশের অভিযানে ১৬০ লিটার দেশীয় চোরাই মদসহ ট্রাক আটক
প্রকাশিত : ০৫:৪৫ PM, ৩ অক্টোবর ২০১৯ বৃহস্পতিবার ২৪১ বার পঠিত
বান্দরবানে ১৬০ লিটার দেশীয় চোরাই মদ সহ একটি ট্রাক আটক করেছে বান্দরবান সদর থানা পুলিশ।
গত বুধবার (০২ অক্টোবর) সুয়ালক মাঝেরপাড়া হতে বান্দরবান সদর থানা পুলিশ অভিযান চালিয়ে দেশীয় চোরাই মদসহ ট্রাক জব্দ করে। ট্রাকটির নাম্বার চট্টমেট্রো ন- ১১-০৮৯৫।
বান্দরবান সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি তদন্ত) এনামুল হক ভুঁইয়া সত্যতা নিশ্চিত করে বলেন ২ অক্টোবর ভোর সাড়ে ৪ টায় গোপন সংবাদের ভিত্তিতে বান্দরবান সদর থানাধীন সুয়ালক বাজার এলাকায় বান্দরবান কেরানিহাট সড়কের পাশে পরিবহনের উদ্দেশে বহনকৃত ১৬০ লিটার দেশীয় চোরাই মদসহ চট্টমেট্রো ন- ১১-০৮৯৫ ট্রাকটি জব্দ করে থানা হেফাজতে আনা হয়েছে। তবে গাড়িটির ড্রাইভার পলাতক রয়েছে।
উক্ত জব্দকৃত আলামত ও অজ্ঞাতনামা ৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে আইনি প্রক্রিয়া সম্পন্ন শেষে আজ ৩ অক্টোবর মহামান্য আদালতে প্রেরণ করা হয়েছে ।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি Alokito Sakal'কে জানাতে ই-মেইল করুন- dailyalokitosakal@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
Alokito Sakal'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।