বান্দরবানে নানা আয়োজনে মিনা দিবস উদযাপন
প্রকাশিত : 05:01 AM, 25 September 2019 Wednesday 505 বার পঠিত
“মনের মত স্কুল পেলে শিখব মোরা হেসে খেলে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানে মিনা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকালে ৯ঃ৩০ ঘটিকায় উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে শিক্ষার্থীদের মানসম্মত লেখাপড়ার পরিবেশ সৃষ্টির লক্ষ্যে বান্দরবান শহরস্থ শহর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়। র্যালীটিতে নেতৃত্বে দেন বান্দরবান উপজেলা চেয়ারম্যান একে এম জাহাঙ্গীর। র্যালীটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার একইস্থানে এসে শেষ হয়। উক্ত র্যালীতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে।
বিদ্যালয়ে যেতে সক্ষম শতভাগ শিশুর বিদ্যালয়ে ভর্তি নিশ্চিতকরণ এবং ঝরেপড়া রোধের লক্ষ্যকে সামনে রেখে বান্দরবানে উদযাপিত হয়েছে ‘মিনা দিবস’। শিক্ষা ও স্বাস্থ্যবিষয়ক উন্নয়নের পাশাপাশি বাল্য বিয়ে, পরিবারে অসম খাদ্য বণ্টন, শিশুশ্রম রোধ প্রভৃতি বিষয়ে সচেতন করা ও কার্যকরী বার্তা পৌঁছানোর ক্ষেত্রে ‘মিনা’ চরিত্রটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
জনপ্রিয় কার্টুন ‘মিনা’ নামের বালিকা চরিত্রটি মেয়ে শিশুদের অধিকার প্রতিষ্ঠায় সোচ্চার।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি Alokito Sakal'কে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
Alokito Sakal'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।