বান্দরবানে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত
প্রকাশিত : ০৭:২৮ PM, ২৮ সেপ্টেম্বর ২০১৯ শনিবার ২৮৬ বার পঠিত
” তথ্য পাবে জনগণ তথ্যে সবার উন্নয়ন ” এ শ্লোগানকে সামনে রেখে বান্দরবানে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস ২০১৯ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার (২৮ সেপ্টেম্বর) সকাল ০৯ঃ৩০ ঘটিকায় বান্দরবান জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে হতে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটিতে নেতৃত্ব দেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ শফিউল আলম। র্যালিটি শহরস্থ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। র্যালিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব বদিউল আলম, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেরর ছাত্রছাত্রী সহ ৩৫০-৪০০ জন উপস্থিত ছিল। পরে জেল প্রশাসনের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক জনাব মোঃ শফিউল আলম এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়াও বিভিন্ন সরকারি বেসরকারী কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় অতিরিক্ত জেলা প্রশাসক দেশের নাগরিকদের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে সরকারের বিভিন্ন দপ্তর, অফিস হতে কিভাবে জনগণ সেবা পাবে উক্ত বিষয় নিয়ে আলোচনা করেন। জনগণ তথ্য সেবা পাওয়ার মধ্য দিয়ে তাদের উন্নয়ন সাধিত করতে পারবে বলেও জানান।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি Alokito Sakal'কে জানাতে ই-মেইল করুন- dailyalokitosakal@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
Alokito Sakal'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।