বাগাতিপাড়ায় আধুনিক বীজ উৎপাদনে রোপা আমন ফসলের মাঠ দিবস
প্রকাশিত : ০৬:৫৪ PM, ২৭ জানুয়ারী ২০২১ বুধবার ৬০৬ বার পঠিত
কুতুব-উল-আলম, নাটোর প্রতিনিধিঃ
নাটোরের বাগাতিপাড়ায় আধুনিক ধান, গম ও পাট বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ প্রকল্পের আওতায় রোপা আমন ধান ফসলের মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বাগাতিপাড়া পৌরসভার টুনিপাড়া মহল্লায় ৫০ জন কৃষক-কৃষাণী নিয়ে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়। কৃষক পর্যায়ে আধুনিক বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ কার্যক্রমের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। এছাড়াও ওই এলাকার স্থানীয় বীজ উদ্যোক্তা আঃ হালিমের বিষয়েও আলোকপাত করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাটোরের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সুব্রত কুমার সরকার। উপজেলা কৃষি কর্মকর্তা মোমরেজ আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে ছিলেন রাজশাহী অঞ্চলের মনিটরিং অফিসার জাহাঙ্গীর আলম প্রামানিক, নাটোরের অতিরিক্ত উপপরিচালক মোস্তফা কামাল হোসেন প্রমুখ।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি Alokito Sakal'কে জানাতে ই-মেইল করুন- dailyalokitosakal@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
Alokito Sakal'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।