বাঁ-পায়ে মেসির ৫০০
প্রকাশিত : ০৭:০৪ AM, ৩ নভেম্বর ২০১৯ রবিবার ১২৯ বার পঠিত
বড় অর্জনের দিন হারের তেতো স্বাদ নিয়ে মাঠ ছাড়লেন লিওনেল মেসি। রাতে লা লিগার ম্যাচে লেভান্তের কাছে ৩-১ গোলে হেরেছে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা। মেসি পেনাল্টি থেকে গোল করেছেন। বার্সেলোনার হয়ে এটি ছিল শুধু বাঁ-পায়ে ৫০০তম গোল। এছাড়া তার ডান পায়ে ৮৫ ও হেডে ২২ গোল রয়েছে (আরও দুটি অন্যান্য গোল )। লা লিগায় ২০১৯-২০২০ মৌসুমে এটি বার্সেলোনার তৃতীয় হার।
এই মৌসুমে ১১ ম্যাচে ২২ পয়েন্ট বার্সেলোনার। পয়েন্ট টেবিলে শীর্ষে রয়েছে তারা। অবশ্য রাতে রিয়াল মাদ্রিদ জিতলে শীর্ষস্থান হারাবে কাতালান জায়ান্টরা। ১০ ম্যাচে ২১ পয়েন্ট রয়েছে রিয়ালের।
৩৮ মিনিটে গোল করেন লিও মেসি। লেভান্তে জেগে ওঠে পরের অর্ধে। ৬১ থেকে ৬৮ মিনিটের মধ্যে লেভান্তে তিনটি গোল তুলে নেয়। কাম্পানা, মায়োরেল ও রাদোজা গোল করেছেন।
ক্লাব বার্সেলোনার হয়ে মেসির মোট এখন ৬০৯ গোল।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি Alokito Sakal'কে জানাতে ই-মেইল করুন- dailyalokitosakal@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
Alokito Sakal'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।