বাঁশখালীতে গৃহহীনদের কে ১০০ টি ঘর দিবে সাংসদ মোস্তাফিজ
প্রকাশিত : ০৪:৪৭ PM, ২৩ জানুয়ারী ২০২১ শনিবার ১০ বার পঠিত
মোহাম্মদ এরশাদ বাঁশখালী প্রতিনিধি
২৩ জানুয়ারী শনিবার মাননীয় প্রধানমন্ত্রী সারা বাংলাদেশে ৬৬ হাজার ১৮৯ পরিবারকে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঘর হস্তান্তর করেন। এর অংশ বিশেষ বাঁশখালী উপজেলা পরিষদ মিলনায়তনে বাঁশখালীতে প্রথম ধাপে ২৫ টি ভূমিহীন ও গৃহহীনদের পরিবার কে ঘর হস্তান্তর করা হয়। চট্টগ্রাম জেলা প্রশাসকের উপস্থিতিতে এক সংক্ষিপ্ত বক্তব্যে বাঁশখালীর সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী বলেন, বাংলাদেশের সব সংসদ সদস্যের মধ্যে আমি একমাত্র গরীব সংসদ সদস্য, তারপরও আমি মুজিববর্ষ উপলক্ষ্যে আমার ব্যক্তিগত তরফ থেকে বাঁশখালীর গৃহহীন ১০০ পরিবারকে ঘর করে দেব।’
ওই সময় চট্টগ্রাম জেলা প্রশাসক মো. মমিনুর রহমান বলেন, ‘ বাঁশখালীর উপজেলা প্রসাশনের সকল কর্মকর্তারা ঐক্য হয়ে বেতনের বৈধ টাকায় অন্ততঃ গৃহহীন একটি পরিবারকে আধুনিক মডেল ঘর করে দেয়ার অনুরোধ রাখেন।
ওই হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঁশখালীর সাংসদ মোস্তাফিজুর রহমান চৌধুরী, চট্টগ্রাম জেলা প্রশাসক মো. মমিনুর রহমান, বাঁশখালী উপজেলা চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ গালিব সাদলী, বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার, সহকারী কমিশনার (ভূমি) আতিকুর রহমান, বাঁশখালী থানার অফিসার ইনচার্জ(ওসি) মোহাম্মদ সফিউল কবির,
বাঁশখালী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাধনপুর ইউপি চেয়ারম্যান মহিউদ্দিন চৌধুরী খোকা, উপজেলা যুবলীগের সভাপতি ও বাহারছড়া ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম,কালীপুর ইউপি চেয়ারম্যান আ ন ম শাহাদাত আলম,সরল ইউপি চেয়ারম্যান রশিদ আহমদ চৌধুরী,চাম্বল ইউপি চেয়ারম্যান
মুজিবুল হক চৌধুরী,কাথারিয়া ইউপি চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান চৌধুরী, খানখানাবাদ ইউপি চেয়ারম্যান মোঃ বদরুদ্দীন চৌধুরী,শেখেরখীল ইউপি চেয়ারম্যান মোহাম্মদ
এয়াছিন,ছনুয়া ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ চৌধুরী,পুকুরিয়া ইউপি চেয়ারম্যান মোঃ আসহাব উদ্দিনসহ বিভিন্ন স্তরের প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি Alokito Sakal'কে জানাতে ই-মেইল করুন- dailyalokitosakal@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
Alokito Sakal'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।