বর্ষসেরা কোচ লিভারপুলের ইয়র্গুন ক্লপ
প্রকাশিত : ০৬:৪৭ AM, ২৪ সেপ্টেম্বর ২০১৯ মঙ্গলবার ৩২০ বার পঠিত
এ বছর ফিফা বর্ষসেরা কোচ নির্বাচিত হলেন লিভারপুলকে চ্যাম্পিয়নস লিগ শিরোপা জেতানো ইয়ুর্গেন ক্লপ। পেছনে ফেলেছেন ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওয়ালা ও টটেনহ্যাম হটস্পারের মাওরিসিও পচেত্তিনোকে।
সোমবার ইতালির মিলানের অপেরা হাউজ লা স্কালায় ‘দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ড’ অনুষ্ঠান শুরু হয়। ক্লপের অধীনে ১৪ বছর পর ইউরোপ সেরার পুরস্কার জেতে লিভারপুল। মাত্র এক পয়েন্টের জন্য জেতা হয়নি ইংলিশ প্রিমিয়ার লিগ।
বিশ্বের সব জাতীয় দলের কোচ, অধিনায়ক, বিশ্বজুড়ে ফিফা নির্বাচিত সাংবাদিক ও ফিফা ডটকমে নিবন্ধন করা ফুটবলপ্রেমীদের ভোটে এ পুরস্কার দেয়া হয়।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি Alokito Sakal'কে জানাতে ই-মেইল করুন- dailyalokitosakal@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
Alokito Sakal'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।