বরুড়ায় ক্ষুদে কবি সবুজের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন
প্রকাশিত : ০৮:০৪ PM, ৩ অক্টোবর ২০১৯ বৃহস্পতিবার ৩০০ বার পঠিত
গতকাল বৃহস্পতিবার বিকাল ৩টায় পৌর সদর বাজারের জিরো পয়েন্টে ক্ষুদে কবি মুহাম্মদ সবুজ হোসেনের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সামাজিক সংগঠন মোহনা একটি সাংস্কৃতিক আন্দোলনের আয়োজনে মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি, ভাউকসার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কবি মোঃ মিজানুর রহমান, কবি মোঃ জামাল শাহজী, কবি আয়েত আলী, আলহাজ্ব আব্দুল মমিন সওদাগর, সাংবাদিক খোরশেদ আলম, উপজেলা সেচ্ছাসেবক লীগ নেতা বিল্লাল হোসেন প্রমুখ। বক্তারা ক্ষুদে, তরুন কবি মুহাম্মদ সবুজ হোসেনের উপর ঝলম ইউনিয়নের ঝলম বাজারে সন্ত্রাসী হামলার সুষ্ঠ তদন্তের মাধ্যমে বিচার দাবি করছেন।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি Alokito Sakal'কে জানাতে ই-মেইল করুন- dailyalokitosakal@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
Alokito Sakal'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।