বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের মোহনগঞ্জ উপজেলা শাখার কমিটি গঠন
Warning: Illegal string offset 'text' in /home/alikatog/public_html/wp-content/themes/smrlit/functions/reporters.php on line 774
প্রকাশিত : 05:29 PM, 27 September 2019 Friday 571 বার পঠিত
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। সম্প্রতি সাবেক সভাপতি এরশাদ উদ্দিন বাচ্চুকে সভাপতি এবং আনোয়ারুল হক (আনোয়ার) কে সাধারণ সম্পাদক করে তিন বছর মেয়াদী ২৪ সদস্য বিশিষ্ট একটি কার্যকরী কমিটির অনুমোদন দিয়েছে জেলা কমিটি।
নবগঠিত এই কমিটির অন্যান্য সদস্যরা হলেন, মাহাবুবুর রহমান নান্টু (সহ-সভাপতি), সাইফুল ইসলাম সবুজ ( সহ-সভাপতি), দুলা মিয়া (সহসভাপতি), মনোয়ার হোসেন মামুন (সহ-সাধারণ সম্পাদক), মির্জা শামছুল আলম রাহুল (সহ-সাধারণ সম্পাদক), সাকিমুল ইসলাম ( সাংগঠনিক সম্পাদক), ইফাদ আহমেদ সোহাগ ( প্রচার সম্পাদক), হাবিবুর রহমান হানিফ (দপ্তর সম্পাদক), জহিরুল ইসলাম শ্যামল (অর্থ সম্পাদক), রুকনুজ্জামান রুকন (সাংস্কৃতিক সম্পাদক), তাবিনদা আক্তার নিপা (সহ- সাংস্কৃতিক সম্পাদক), কাজী মাসুম (ছাত্র বিষয়ক সম্পাদক), সাজ্জাদ (নাট্য সম্পাদক), রাখাল চন্দ্র বর্মন (সমাজকল্যাণ সম্পাদক), মতিউর রহমান মতি (তথ্য ও গবেষণা সম্পাদক), সীমা আক্তার ( মহিলা বিষয়ক সম্পাদক), সুমন দাশ (ক্রীড়া সম্পাদক), শফিকুল ইসলাম সবুজ (সম্মানিত সদস্য), শাহ্ আলম (সদস্য), রেজাউল হাসান রাজু (সদস্য), ফরাস বিতান (সদস্য) ও সামিউল বাশার(সদস্য)।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি Alokito Sakal'কে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
Alokito Sakal'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।