ফের আলিয়ার কণ্ঠে গান
প্রকাশিত : ০৬:০০ AM, ২১ সেপ্টেম্বর ২০১৯ শনিবার ৪৯৬ বার পঠিত
‘হাম্পটি শর্মা কি দুলহানিয়া’ ছবিতে আলিয়া ভাটের গাওয়া ‘সামঝাও আনপ্লাগড’ গানটি প্রশংসা কুড়িয়েছে সবার। ‘হাইওয়ে’ ও ‘উড়তা পাঞ্জাব’ ছবিতে তার গাওয়া গানগুলোও হয়েছে জনপ্রিয়। বলিউডের জনপ্রিয় তারকা ফের নতুন গানে কণ্ঠ দিয়েছেন। বাবা মহেশ ভাটের নতুন ছবি ‘সড়ক টু’তে শোনা যাবে আলিয়ার কণ্ঠ। জনপ্রিয় ও সফল সুরকার জিৎ গাঙ্গুলি গানটি তৈরি করেছেন। গানের শিরোনাম ‘শুকরিয়া’।
এদিকে প্রেমিক রণবীর কাপুরের জন্মদিন (২৮ সেপ্টেম্বর) মহাসমারোহে উদযাপনের পরিকল্পনা করছেন আলিয়া। তাই তো ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ তারকা অভিনয় থেকে কয়েক দিনের ছুটি নিয়ে কোমর বেঁধে এখন ইভেন্ট প্ল্যানারের কাজ করছেন। একটি সূত্র জানিয়েছে, আলিয়ার এই আয়োজনের উপলক্ষ কেবল রণবীরের জন্মদিন নয়। বরং এর সঙ্গে ক্যানসারের চিকিৎসার পর ঋষি কাপুরের দেশে ফিরে আসা। এই দুটো বিষয়কেই একসঙ্গে উদযাপন করবেন মহেশ ভাট তনয়া।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি Alokito Sakal'কে জানাতে ই-মেইল করুন- dailyalokitosakal@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
Alokito Sakal'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।