ফেঞ্চুগঞ্জে ট্রেনের ধাক্কায় আহত ১
প্রকাশিত : ১১:১৬ AM, ৬ অক্টোবর ২০১৯ রবিবার ১৩১ বার পঠিত
সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার মাইজগাঁও রেলওয়ে স্টেশনের কাছেই ট্রেনের ধাক্কায় অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।
ফেঞ্চুগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান জানান, ৫ই অক্টোবর শনিবার রাত ১২টার দিকে সিলেট থেকে চট্টগ্রামগামী জালালাবাদ ট্রেন মাইজগাঁও রেলওয়ে স্টেশনের পাশেই লোকটিকে ধাক্কা দিলে লোকটি গুরুতর আহত হোন। স্থানীয় লোকজন আহত লোককে ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক উনাকে সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করেন। পরে ফেঞ্চুগঞ্জ থানা পুলিশ ও মাইজগাঁও রেলওয়ে স্টেশনের লোকজন মিলে আহত লোককে সিলেট ওসমানী হাসপাতালে নিয়ে যান।
ফেঞ্চুগঞ্জ থানার অফিসার ইনচার্জ জানান, লোকটির বয়স আনুমানিক (৪৫) হবে। কেউ লোকটিকে চিনে থাকলে সিলেট ওসমানী হাসপাতাল অথবা ফেঞ্চুগঞ্জ থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ জানান তিনি। যোগাযোগ ওসি ফেঞ্চুগঞ্জ থানা 01713374385
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি Alokito Sakal'কে জানাতে ই-মেইল করুন- dailyalokitosakal@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
Alokito Sakal'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।