ফুলবাড়ীতে শেখ ফজলুল হক মনি স্মৃতি ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন
প্রকাশিত : 08:48 PM, 18 February 2022 Friday 147 বার পঠিত
মোঃ আজিজুল হক
স্টাফ রিপোর্টারঃ
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ক্রীড়া নিয়ে থাকবো ব্যস্ত হবো না কোন নেশাগ্রস্ত স্লোগানে শেখ ফজলুল হক মনি স্মৃতি ভলিবল টুর্নামেন্ট- ২০২২ এর শুভ উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার ১৮ ফেব্রুয়ারি বিকালে বড়ভিটা স্পোর্টস ক্লাবের সার্বিক ব্যবস্থাপনায় উপজেলার বড়ভিটা কমিউনিটি ক্লিনিক চত্বরে বড়ভিটা ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি বাতেন বসুনিয়ার সভাপতিত্বে টুর্নামেন্টির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি আশরাফুল আলম মন্ডল বুলবুল। টুর্নামেন্টের উদ্বোধক ছিলেন উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক মিলন। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী যুবলীগের সহ-সভাপতি মিজানুর রহমান বকসী, নুরে আলম কবির লেবু, ফারুকুল ইসলাম ফারুক। উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম রানা।
টুর্নামেন্ট আয়োজনে প্রধান পৃষ্ঠপোষক বড়ভিটা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রাসেল। টুর্নামেন্টের আহ্বায়ক বড়ভিটা স্পোর্টিস ক্লাবের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন পেয়ারা। টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় পাখির হাট ভলিবল দল এবং ফুলমতি ভলিবল দল অংশ গ্রহন করেন।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি Alokito Sakal'কে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
Alokito Sakal'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।