প্রয়াত নাবিল খানের জন্মদিন আজ
প্রকাশিত : 06:52 PM, 23 September 2019 Monday 853 বার পঠিত
মর্মান্তিক বজ্রপাতে নিহত অনলাইন নিউজ পোর্টাল যমুনা প্রতিদিন এর সম্পাদক ও দৈনিক আলোকিত সকালের রাজশাহী প্রতিনিধি নিহাল খানের ছোট ভাই প্রয়াত নাবিল খানের ১৮ তম জন্মদিন ছিল আজ সোমবার ।
২০০০ সালের ২৩ সেপ্টেম্বর এইদিনে জন্মগ্রহণ করেন তিনি।সিরাজগঞ্জের শাহজাদপুরেই বেড়ে উঠেছিল সে।
কিন্তু নাবিল আজ পৃথিবীতে নেই।রয়ে গেছে শুধু তার স্মৃতিগুলো।সেই স্মৃতি আকড়েই নাবিলকে স্মরণ করছে পরিবার।
এ বিষয়ে নাবিলের মেজো ভাই নিহাল খান বলেন,আজ ছিল আমার ছোট ভাই নাবিল খানের জন্মদিন।প্রতি বছর জন্মদিনের দিন নিজেকে লুকিয়ে রাখতে পছন্দ করতো সে৷যাতে কেউ জন্মদিনের আনুষ্ঠানিকতা পালন করতে না পারে৷
তবুও পাড়ার বড় ভাই ও তার বন্ধুরাও নাছোড়বান্দা।জোর করেই নাবিলকে নিয়ে কেক কেটে জন্মদিন উদযাপন করতো। কিন্তু, গত বছর থেকে চিরদিনের মত নাবিলই হারিয়েই গেলো।
বড় ভাই নাহিন খান বলেন,নাবিলের ইচ্ছা ছিল বড় হয়ে একজন দেশসেরা ক্রিকেটার হওয়ার ।কিন্তু এক নিমিষেই তার সেই স্বপ্ন থেমে গেছে৷সবাই আমার ছোট ভাই এর জন্য দোয়া করবেন। আল্লাহ যেন তাকে বেহেশত নসীব করে।
উল্লেখ্য,গত বছর ২০১৮ সালের ২৯ এপ্রিল বজ্রপাতে প্রাণ হারায় শাহজাদপুরের উদীয়মান ক্রিকেটার কিশোর নাবিল খান।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি Alokito Sakal'কে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
Alokito Sakal'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।