পোর্ট সিটি আন্তঃ একাডেমি ক্রিকেট টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন পোর্ট সিটি কিংস রানার আপ ডাইনামাইটস
Warning: Illegal string offset 'text' in /home/alikatog/public_html/wp-content/themes/smrlit/functions/reporters.php on line 774
প্রকাশিত : 05:12 PM, 23 September 2019 Monday 521 বার পঠিত
চট্রগ্রাম পোর্ট সিটি ক্রিকেট একাডেমি কতৃক আয়োজিত আন্তঃ একাডেমি ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল খেলা গত ২২শে সেপ্টেম্বর চট্রগ্রাম পলোগ্রাউন্ড মাঠে অনুষ্ঠিত হয়েছে। পোর্ট সিটি কিংস এবং ডাইনামাইটস এর মধ্যকার ফাইনাল খেলায় সকালে টসে জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয় কিংস এর অধিনায়ক শরিফ আহমেদ বাবু।
প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে কিংসের মোট সংগ্রহ ১৪৩ রান। কিংসের হয়ে বাবু সর্বোচ্চ ২৩, মুন্তাসির ২২, রাব্বি ২২ এবং তুহিন ১৬ রান করেন। ডাইনামাইটস এর হয়ে জিসান এবং আসিফ ২ টা করে উইকেট নেয়। ১৪৪ রানের লক্ষে ব্যাট করতে নেমে সবকটি উইকেট হারিয়ে ডাইনামাইটস এর মোট সংগ্রহ ১০৮ রান। দলের হয়ে সর্বোচ্চ ৪৩ রান করেন জিসান এবং ২৬ রান করেন রাকিব।
অপরদিকে মুন্তাসির ৫ এবং সাজ্জাদ ১ টা করে উইকেট নেয়। যার সুবাদে পোর্ট সিটি কিংস ৩৫ রানে জয় লাভ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। টুর্ণামেন্টের সেরা ব্যাটসম্যান নির্বাচিত হয় চ্যাম্পিয়ন টিমের অধিনায়ক বাবু। সেরা বোলার নির্বাচিত হয় কিংসের সাদ্দাম হোসেন। সেরা ফিল্ডার নির্বাচিত হয় মুন্তাসির। এমার্জিং প্লেয়ার নির্বাচিত হয় স্টারের রাতুল এবং ম্যান অব দ্যা টুর্ণামেন্ট নির্বাচিত হয় কিংসের অধিনায়ক বাবু। বিজয়ী দলকে অভিনন্দন জানিয়েছে চট্রগ্রাম জেলা ক্রিকেট সংস্থার সাধারণ সম্পাদক, পোর্ট সিটি ক্রিকেট একাডেমির মালিক হান্নান আকবর।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি Alokito Sakal'কে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
Alokito Sakal'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।