পোরশা ও সাপাহার যৌথ উদ্যোগে দৈনিক আলোকিত সকাল পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালন
প্রকাশিত : ১০:১১ PM, ১৬ অক্টোবর ২০২০ শুক্রবার ৫০৭ বার পঠিত
নিজস্ব প্রতিনিধি :
ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্যে দিয়ে আনন্দমুখর পরিবেশে নওগাঁর সাপাহারে জাতীয় দৈনিক আলোকিত সকাল পত্রিকার সাফল্যের ৩য় বছর পেরিয়ে ৪র্থ বছরে পদার্পন উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল ১০ টার দিকে সাপাহার রিপোর্টার্স ফোরাম হতে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে সদরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে রিপোর্টার্স ফোরাম কার্যালয়ে দৈনিক আলোকিত সকাল পত্রিকার সাপাহার উপজেলা প্রতিনিধি হাফিজুল হকের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক বিজিবি সদস্য আবুল হোসেন।
এসময় প্রেস ক্লাব সভাপতি সাংবাদিক জাহাঙ্গীর আলম মানিক, শিক্ষক মাসুদ রানা, সাংবাদিক সোহেল চৌধুরী রানা, আলোকিত সকাল পত্রিকার পোরশা উপজেলা প্রতিনিধি ইসমাইল হোসেন, রিপোর্টার্স ফোরামের সদস্য নাজমুল হক সনি, আবু বক্কার সিদ্দিক, মরিয়ম বেগম, নূরে জান্নাত ময়নাসহ ফোরামের সকল সদস্যবৃন্দ।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি Alokito Sakal'কে জানাতে ই-মেইল করুন- dailyalokitosakal@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
Alokito Sakal'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।