পূজায় উপহার ৪০০ শাড়ি
প্রকাশিত : ০৭:০১ AM, ৩ অক্টোবর ২০১৯ বৃহস্পতিবার ২৭৯ বার পঠিত
এবার পূজা উদযাপন করতে রাজশাহী যাচ্ছেন বিদ্যা সিনহা মিম। গত রাতে রওনা দিয়েছেন তিনি। রাজশাহীর বাঘায় তাঁর মামার বাড়ি। ছোটবেলার নানা স্মৃতি জড়িয়ে আছে সেখানে। শুধু তা-ই নয়, পার্শ্ববর্তী গ্রামগুলোর অনেকের সঙ্গেও আছে পরিচয়। এবার সেই পরিচিতজনদের একটা তালিকা করেছেন মিম। সংখ্যাটা দাঁঁড়িয়েছে ৪০০ জনে। প্রত্যেককে পূজা উপলক্ষে নতুন শাড়ি উপহার দিতে যাচ্ছেন ‘সাপলুডু’ তারকা। বলেন, ‘কথায় কথায় বিষয়টি বলা হয়ে গেল। চেয়েছিলাম সবাইকে চমকে দিতে। এখন সংবাদটা পড়ে আগে থেকেই সবাই জেনে যাবে! মজাটা আর থাকবে না। এমন উদ্যোগ এবারই প্রথম নিলাম। মনের মধ্যে আলাদা একটা উদ্দীপনা কাজ করছে। অষ্টমীর দিন সবাইকে ডেকে হাতে হাতে শাড়িগুলো দিতে চাই।’ এবার বেশ কিছু দিন বাঘায় থাকার পরিকল্পনা করেছেন মিম। সব কিছু ঠিক থাকলে ১২ অক্টোবরের আগে আর ঢাকায় ফিরছেন না বলেও জানিয়েছেন।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি Alokito Sakal'কে জানাতে ই-মেইল করুন- dailyalokitosakal@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
Alokito Sakal'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।