পুনমের সেলফিতে নগ্ন বুকে হাত (ছবিসহ)
প্রকাশিত : ০৭:৫১ AM, ৬ অক্টোবর ২০১৯ রবিবার ১২৪ বার পঠিত
নগ্নতাকে যেন একেবারেই কেয়ার করেন না বলিউড অভিনেত্রী পুনম পান্ডে। কিছুদিন আগেই একবার সোশ্যাল মিডিয়ায় নগ্ন হওয়ার ছবি পোস্ট করেছিলেন তিনি। এবার সপ্তাহ ঘুরতে না ঘুরতে ওই একই স্টাইলে আবার ছবি পোস্ট করলেন পুনম।
তবে এবারের ছবিটি ভিন্ন আঙ্গিকের। যে ছবি তিনি পোস্ট করেছেন সেখানে দেখা যাচ্ছে পুনম ক্যামেরায় সেলফি নিচ্ছে এবং তার টিশার্ট টি উপরে ফোল্ড করে তোলা রয়েছে। পেছন থেকে দুটি হাত এসে তার উন্মুক্ত নগ্ন স্তনের ওপরে রয়েছে। হাত দুটি যে একট পুরুষের সে বোঝাই যাচ্ছে এবং তার মুখের অল্প কিছু অংশ ছবিতে ধরা পড়েছে।
এই ছবির ক্যাপশনে পুনম লিখেছেন, ‘My breast friend’(আমার স্তনের বন্ধু)। বারবারই বিতর্কিত ছবি পোস্ট করা পুনম পান্ডে এবার তিনি যে ছবি পোস্ট করলেন তা দেখেও উচ্ছসিত তাঁর ভক্তরা। তবে কেউ কেউ কুমন্তব্যও করেছেন কিন্তু সেসব নিয়ে কোনো মাথা ব্যাথা নেই তার।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি Alokito Sakal'কে জানাতে ই-মেইল করুন- dailyalokitosakal@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
Alokito Sakal'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।