পিএসজির সাফল্যের জন্য মাঠে জীবন দিয়ে দেবো
প্রকাশিত : ০৯:৩০ AM, ১ অক্টোবর ২০১৯ মঙ্গলবার ১৮৯ বার পঠিত
মৌসুমের শুরু থেকেই নেইমারের বার্সেলোনা ফেরা নিয়ে নানা নাটক। শেষপর্যন্ত প্যারিস সেইন্ত জার্মেইতেই (পিএসজি) থেকে যাওয়া। তবে সেসব ভুলে এখন পুরোপুরি মাঠের খেলায় মনোনিবেশ করেছেন ব্রাজিলিয়ান তারকা। ফ্রেঞ্চ লিগ ওয়ানে পিএসজির হয়ে সবশেষ চার ম্যাচের মধ্যে তিনটিতেই একমাত্র গোল করে দলকে জিতিয়েছেন নেইমার। তবু প্রশংসার বদলে সমর্থকদের কাছ থেকে কটু কথাই শুনতে হয় তাকে।
এসব নিয়ে খুব একটা ভাবেন না নেইমার। তিনি বলেন, ক্রমেই আমাদের সম্পর্কের উন্নতি ঘটছে। আমি মনে করি এটা গার্লফ্রেন্ডের সঙ্গে সম্পর্কের মতোই। যেখানে একটা সমস্যা হলে, দুই পক্ষই নিজেদের অবস্থান ধরে রাখে। তবে অনেক ভালোবাসা এবং আগলে রাখার মাধ্যমে সবকিছু আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসে।
নেইমার বলেন, আমি এখানে পিএসজিকে সাহায্য করার জন্য এসেছি। একজন খেলোয়াড় হিসেবে দলকে সাহায্য করার জন্য যা প্রয়োজন আমি সবই করতে রাজি। পিএসজির সাফল্যের জন্য মাঠে জীবন দিয়ে দেবো যাতে আমরা একসঙ্গে জিততে পারি।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি Alokito Sakal'কে জানাতে ই-মেইল করুন- dailyalokitosakal@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
Alokito Sakal'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।