পাটগ্রাম সীমান্তে বিএসএফ’র গুলিতে বাংলাদেশী গরু চোরাকারবারি নিহত
প্রকাশিত : ০৫:৩৩ PM, ১৫ জানুয়ারী ২০২১ শুক্রবার ৬৫ বার পঠিত
শুক্রবার (১৫ জানুয়ারি) ভোর ৫টার দিকে সীমান্ত পিলার ৮৪৮ এর সাব পিলার ৭ এলাকায় গরু চোরাচালানের সময় রাবার বুলেটে তিনি আহত হন। পরে আহত অবস্থায় পালিয়ে এসে স্থানীয়দের সহযোগিতায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য গেলে সেখানে তার মৃত্যু হয়। নিহত আবুল কালাম উপজেলার ঝালাঙ্গী গ্রামের পকেট পাড়া এলাকার মৃত জয়নুল আবেদীন এর ছেলে।
পাটগ্রাম থানার ওসি সুমন কুমার মোহন্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত আবুল কালাম বহুদিন থেকেই গরু চোরা কারবারির সাথে যুক্ত ছিলেন। শুক্রবার ভোরে ভারতীয় গরু আনার সময় ভারতের অভ্যন্তরে প্রবেশ করলে কোচবিহার জেলার ১৪০ বিএসএফ ব্যাটালিয়ন দূড়াডাবরি ক্যাম্পের টহল দল তাকে রাবার বুলেট ছুঁড়েন।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি Alokito Sakal'কে জানাতে ই-মেইল করুন- dailyalokitosakal@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
Alokito Sakal'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।