পলাশবাড়ীতে ৬১টি পূজামন্ডপে সরকারী অনুদান বিতরণ
প্রকাশিত : ০৭:১৯ AM, ৪ অক্টোবর ২০১৯ শুক্রবার ১১১ বার পঠিত
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার পৌরসভা সহ ৮টি ইউনিয়নে ৬১টি পূজামন্ডপে সরকারী অনুদান হিসেবে প্রতিটি পূজামন্ডপে ৫’শ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। ২ অক্টোবর বুধবার বিকালে উপজেলা নির্বাহী অফিস কে এ অনুদানসহ উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ এর উদ্যোগে দুটি করে চার্জার লাইট বিতরণ করা হয়। উপস্থিত থেকে অনুদান গ্রহণ করেন, পলাশবাড়ী নবগঠিত পৌরসভা কেন্দ্রীয় পূজামন্ডপের সভাপতি শ্রী দিলিপ চন্দ্র সাহা, বরিশাল সার্বজনীন দূর্গা মন্দির এর সভাপতি শ্রী দীতেশ চন্দ্র, কাশিয়াবাড়ী সার্বজনীন শ্রী শ্রী রায় মনী কালী মন্দির এর সভাপতি শ্রী ধনেশ্বর চন্দ্র সরকার।
এসময় উপজেলা নির্বাহী অফিসার মেজবাউল হোসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, পূজা উদ্যাপনএ কমিটির সভাপতি নির্মল মিত্র ও সাধারণ সম্পাদক দিলিপ চন্দ্র সাহা, উপজেলা সহকারী ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনার সহকারী কর্মকর্তা রাসেল ও মিজানুর রহমান প্রমূখ। মোট ৬১টি পূজামন্ডপে ৫০০ কেজি করে মোট ৩০.৫০০ মেঃ টন চাল বিতরণ করা হয়।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি Alokito Sakal'কে জানাতে ই-মেইল করুন- dailyalokitosakal@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
Alokito Sakal'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।