পলাশবাড়ীতে ইউনিটি ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের উদ্যোগে অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
প্রকাশিত : ০৭:৫৯ AM, ৭ অক্টোবর ২০১৯ সোমবার ১৪৭ বার পঠিত
গাইবান্ধা জেলার পলাশবাড়ীতে ইউনিটি ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। গতকাল ৬ নভেম্বর রবিবার সকাল ৯ ঘটিকায় পৌর সদরের জামালপুর (টুকনিপাড়া) স্কুল মাঠে এ অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণ করা হয়।
জানা যায়, ইউনিটি ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের উদ্যোগে আয়োজিত অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সভাপতি ও পরিচালক মোঃ জাকির হোসেন হাবিব। সকাল ৯টায় অভিভাবকগণের উপস্থিতে আলোচনা সভায় বক্তব্য রাখেন, সিনিয়র শিক্ষক/শিক্ষিকা, দশম শ্রেণীর শিক্ষার্থী ইতি আক্তার ও অভিভাবকবৃন্দ। সমাপনি বক্তব্য ও পুরস্কার বিতরণ করেন, অত্র প্রতিষ্ঠানের পরিচালক জাকির হোসেন হাবিব। আলোচনা সভা শেষে পুরস্কার বিতরণ করা হয়। প্রথম পুরষ্কার শিক্ষার্থীদের ছবি ও স্কুলের লোগো দিয়ে মগ, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার পেন্সিল বক্স। শেষে দোঁয়া মাহফিল এবং অভিভাবক ও শিক্ষার্থীদের মিষ্টি মুখ করার মাধ্যমে সমাপ্তি ঘোষণা করা হয়।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি Alokito Sakal'কে জানাতে ই-মেইল করুন- dailyalokitosakal@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
Alokito Sakal'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।