পরীক্ষার পর…
প্রকাশিত : ০৭:১৮ AM, ৪ অক্টোবর ২০১৯ শুক্রবার ২৩১ বার পঠিত
পূজা চেরি বর্তমানে ‘শান’ ও ‘জিন’ নামে দুটি নতুন সিনেমার কাজ করছেন। সেই সঙ্গে পড়ালেখাও সমান তালে চালিয়ে যাচ্ছেন তিনি। সামপ্রতিক খবর জানতে পূজার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘জিন’ ছবির কাজ শেষ পর্যায়ে রয়েছে। বর্তমানে শুটিং শেষে পোস্টারের জন্য ফটোসেশন চলছে। সিনেমার শুটিংয়ের ফাঁকে ফাঁকে ক্লাস, পড়ালেখাও চালিয়ে নিচ্ছি। বেশ কিছু নতুন সিনেমার বিষয়ে কথা চলছে। কিন্তু আমি একটু বুঝে শুনে এগুতে চাই। নভেম্বরে কলেজে আমার ফাস্ট ইয়ারের পরীক্ষা আছে।
তাই এই সময়ের মধ্যে নতুন সিনেমার কাজ শুরু করতে পারবো না। এরমধ্যে ‘শান’ ছবির বাকি কাজ শেষ করতে হবে। পরীক্ষার পর নতুন ছবির কাজ শুরু করতে চান পূজা চেরি। নাদের চৌধুরী পরিচালিত ‘জিন’ ছবিতে সজল এবং এম রহিমের ‘শান’ ছবিতে সিয়ামের বিপরীতে পূজাকে দর্শকরা দেখতে পাবেন। উল্লেখ্য, ঢাকার মগবাজার গার্লস হাইস্কুল থেকে মাধ্যমিক পরীক্ষায় (এসএসসি) ৩.৩৩ পেয়ে এসএসসি পাস করেছেন এই চিত্রনায়িকা। বর্তমানে তিনি ঢাকার সিদ্ধেশ্বরী ডিগ্রি কলেজে একাদশ শ্রেণিতে পড়ছেন।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি Alokito Sakal'কে জানাতে ই-মেইল করুন- dailyalokitosakal@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
Alokito Sakal'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।