পরিণীতিকে সাইনা নেহালের অভিনন্দন
প্রকাশিত : ০৭:০৪ AM, ৩ নভেম্বর ২০১৯ রবিবার ১১৪ বার পঠিত
অনেক নাটকীয়তার পর শেষ পর্যন্ত মাঠে গড়ালো ভারতের আলোকিত নারী ব্যাডমিন্টন খেলোয়াড় সাইনা নেহালের জীবন কাহিনি নিয়ে সিনেমার শুটিং। এতে কেন্দ্রীয় চরিত্রে শুরুতে শ্রদ্ধা কাপুরের নাম শোনা গেলেও পরবর্তীতে পরিণীতি চোপড়াকে চূড়ান্ত করা হয়। আর এ সিনেমার শুটিং শুরু করায় পরিণীতিকে অভিনন্দন জানিয়েছেন সাইনা নেহাল। টুইটারে নেহাল জানিয়েছেন, ‘আমাদের মিলিত কাজটি ভালো হোক এই আশা করি। বিশেষ করে পরিণীতির জন্য অনেক বেশি শুভ কামনা।’
সাইনা নেহালের জীবনী নিয়ে নির্মিতব্য ছবি পরিচালনা করছেন অমল গুপ্ত। এর আগে তার পরিচালনায় মুক্তি পেয়েছে ‘স্ট্যানলি কি ডিব্বা’ বা ‘হাওয়া হাওয়ি’। সাইনা নেহালের জীবন ছবিতে অভিনয় করা বড় একটা সুযোগ মনে করছেন পরিণীতি। আর সেই সুযোগের সদ্ব্যবহারের জন্য পরিণীতি চেষ্টার ত্রম্নটি করছেন না। কী শরীরী ভাষায়, কী ক্রীড়া দক্ষতায় নিজেকে সাইনার মতো করে তৈরি করে চলেছেন তিনি। কারণ, এটাই তার প্রথম কোনও জীবন ছবিতে অভিনয়।
যদিও কাজটা সহজ নয় পরিণীতির জন্য। কারণ ছবিতে তার অভিনীত চরিত্রের মধ্য দিয়ে সাইনা নেহালকেই দেখতে চাইবেন দর্শকরা। তাই একদিকে যেমন সাইনার খেলার স্টাইল, ম্যানারিজম বা শরীরের ভাষা তাকে আয়ত্ত করতে হচ্ছে তেমনি ঘণ্টার পর ঘণ্টা তাকে কাটাতে হচ্ছে ব্যাডমিন্টন কোর্ট ও জিমে। তার সঙ্গে মন দিয়ে দেখেছেন সাইনার বিভিন্ন ম্যাচ আর ইন্টারভিউ।
পরিণীতি জানান, ‘আমাকে এখন ভিশুয়াল লার্নার বলা যায়। আমার ট্রেনিং টিমের সবাই আমাকে যেভাবে পরামর্শ দিচ্ছেন সেভাবেই আমি তৈরি হচ্ছি সাইনার চরিত্রে ঢুকে পড়ার জন্য। কীভাবে ম্যাচের সময় তিনি চলাফেরা করেন, পয়েন্ট খোয়ালে কী ভঙ্গিমা হয় তার, বা ম্যাচ জিতলে কীভাবে আনন্দ প্রকাশ করেন তিনি, সবই নিজের মধ্যে তুলে নিচ্ছি।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি Alokito Sakal'কে জানাতে ই-মেইল করুন- dailyalokitosakal@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
Alokito Sakal'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।