পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠান ভার্চুয়ালি উপভোগ করেণ দুর্গাপুর উপজেলা প্রশাসন
প্রকাশিত : 08:33 PM, 25 June 2022 Saturday 29 বার পঠিত
আমার টাকায় আমার সেতু, বাংলাদেশের পদ্মা সেতু’ কোটি মানুষের কাঙ্ক্ষিত, বহুল প্রত্যাশিত স্বাধীনতার ৫০ বছরে দেশের সবচেয়ে বড় প্রকল্প নিজস্ব অর্থায়নে বাংলাদেশের গর্বের অবকাঠামো স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে দুর্গাপুর উপজেলা প্রশাসন কৃতক আয়োজিত শনিবার(২৫ জুন) দুর্গাপুর উপজেলা পরিষদ হল রুমে স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনী অনুষ্ঠান ভার্চুয়ালি উপভোগ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাজিব উল আহসান।
অন্যান্য দের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদার, সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফুল ইসলাম, দুর্গাপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার,দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবিরুল ইসলাম,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সাইফুল ইসলাম,একাডেমীক সুপারভাইজার মো. নাসির উদ্দিন, দুর্গাপুর উপজেলা আওয়ামী লীগের সদস্য বিপ্লব মজুমদার,চণ্ডীগড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলম সরকার সহ প্রমুখ।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি Alokito Sakal'কে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
Alokito Sakal'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।