পটুয়াখালীর দশমিনায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল
প্রকাশিত : ০৪:১২ PM, ১২ জানুয়ারী ২০২১ মঙ্গলবার ৪৯ বার পঠিত
মোঃ আমিনুল ইসলাম, দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধিঃ বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত একটি মামলায় গ্রেফতারী পরোয়ানা জারীর প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পটুয়াখালীর দশমিনায় বিক্ষোভ মিছিল করেছে উপজেলা ছাত্রদল ও সরকারী এআরটি কলেজ ছাত্রদল।
মঙ্গলবার সকাল ১০ টায় দশমিনা শহরের সদর রোড থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে প্রধান সড়কগুলি প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের পূর্ব পার্শ্বে সদর রোডে এসে এক সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
উপজেলা ছাত্রদলের আহবায়ক কাজী তানজির আহমেদ রিডেন এর সভাপতিত্বে ও সদস্য সচিব গাজী সালাহউদ্দিন এর পরিচালনায় বিক্ষোভ সমাবেশে অন্যান্যদের বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক ইমরান হোসেন রানা, যুগ্ম আহবায়ক আবু ইউসুফ সম্রাট সিকদার, সরকারী এআরটি কলেজ ছাত্রদলের আহবায়ক রাশেদুল ইসলাম রাজিব ও সদস্য সচিব হাসান আহমেদ জিদনী প্রমুখ।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি Alokito Sakal'কে জানাতে ই-মেইল করুন- dailyalokitosakal@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
Alokito Sakal'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।