পটুয়াখালীতে ডাঃ সেলিম মাতুব্বর এর ভূল চিকিৎসায় বাহাতের আঙ্গুল হারালো দিন মজুর ইদ্রিস।
Warning: Illegal string offset 'text' in /home/alikatog/public_html/wp-content/themes/smrlit/functions/reporters.php on line 774
প্রকাশিত : ১২:২৭ PM, ৬ ডিসেম্বর ২০১৯ শুক্রবার ২,০১৫ বার পঠিত
পটুয়াখালীতে ডাঃ সেলিম মাতুব্বর এর ভূল চিকিৎসার জন্য বাহাতের আঙ্গুল হারালো দিন মজুর ইদ্রিস। জানাগেছে গত ২৯ শে নভেম্বর সকাল ১১ঃ০০ ঘটিকার সময় নিজ বাড়ীর সামনে চেইন কপ্পা দিয়ে ট্রলার নামানোর সময় বাহাতে আঘাত পায়,ইদ্রিস কলাপাড়ার চম্পাপুর ইউনিয়নের বাসিন্দা মৃত্যু গনি গাজীর ছেলে।
আঘাত পাওয়ার পরে তাত্ক্ষণিক পটুয়াখালী সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসলে ডাঃ সেলিম মাতুব্বর তাকে তার প্রাইভেট চেম্বারে চিকিৎসা নিতে বলেন।৷ এবং তার আঙ্গুল রক্ষার জন্য ৩০ হাজার টাকায় চুক্তি হয়। ২০ হাজার টাকা পরিশোধ করার পরে ডাঃ তার বাহাতের আঙ্গুল কেটে ফেলে যা রুগী ইদ্রিস জানতোনা। আঙ্গুল কাটার বিষয় জানতে চাইলে ডাঃ সেলিম মাতুব্বর তাকে বাকি টাকা পরিশোধ করতে বলে এবং হুমকি দ্যায় যে,বাকিটাকা পরিশোধ নাকরলে তার হাতের বাকি আঙ্গুল ও কেটে ফেলবে।
এমতাবস্থায় ইদ্রিস ডাঃ সেলিম মাতুব্বর এর ভয়ে হাসপাতাল ছেরে পালিয়ে গিয়ে অন্যত্র একটি প্রাইভেট ক্লিনিকে ভর্তি হলে সেখানকার ডাঃ বলে অহেতুক তার আঙ্গুল কাটা হয়েছে। এ দিকে আঙ্গুল কাটার আগে সেলিম মাতুব্বর কোন রকম পরীক্ষা নিরিক্ষা ছারাই তিনি আঙ্গুল কেটে ফেলে।
হাত হারিয়ে দিন মজুর ইদ্রিস চিকিৎসার টাকা যোগাতে মানুষের দ্বারে দ্বারে ঘুরছে, তার চোখে মুখে আঙ্গুল হারানোর বেদনার জ্বল বইছে,কান্নাজরিত কন্ঠে ইদ্রিস আক্ষেপ করে বলেন,গরিব মানুষ আমি দিনমজুরি করে চার জনার একটি পরিবার চালায়, আঙ্গুল হারানোয় তিনি সম্পুর্ন ভেঙ্গে পরেছে, এবং সমাজের দানশীল ব্যাক্তিদের কাছে সাহায্যের আবেদন জানান এবং এ ঘটনায় দোষী সেলিম মাতুব্বর এর কঠোর শাস্তির দাবী জানিয়েছে।
এ বিষয় জানতে সেলিম মাতুব্বর এর মুঠোফোনে একাধিকবার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। এ বিষয় কোর্টে মামলা প্রকৃয়াধীন রয়েছে।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি Alokito Sakal'কে জানাতে ই-মেইল করুন- dailyalokitosakal@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
Alokito Sakal'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।