নওগাঁর আত্রাইয়ে প্রধানমন্ত্রীর দেওয়া উপহার পেল ১৭৫ টি পরিবার
প্রকাশিত : ০৪:৪৭ PM, ২৩ জানুয়ারী ২০২১ শনিবার ৬ বার পঠিত
জসিম উদ্দিন জনি
নওগাঁর আত্রাইয়ে ভূমি ও গৃহহীন পরিবারের জন্য প্রধানমন্ত্রী দেওয়া উপহার হিসেবে গৃহ নির্মাণের কাজ শেষ করেছে উপজেলা প্রশাসন। তার ধারাবাহিকতায় শনিবার সকালে উপজেলা ভিডিও কনফারেন্স হলরুমে ভার্চুয়াল মাধ্যমে প্রধানমন্ত্রীর আশ্রয়য়ণ- ২ এই প্রকল্প আওতায় উপজেলার ১৭৫ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাধ্যমে ঘর হস্তান্তরের উদ্বোধন করেন।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ ছানাউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য জনাব মোঃ আনোয়ার হোসেন হেলাল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এবাদুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ হাফিজুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শ্রী নিপেন্দ্র নাথ দত্ত দুলাল, সাধারণ সম্পাদক চৌধুরী গোলাম মোস্তফা বাদল, উপজেলার সকল চেয়ারম্যান মহোদয় সহ উপজেলা বিভিন্ন দপ্তরে কর্মকর্তাগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উপজেলার ৪ টি ইউনিয়নের ৫ টি স্থানে এ সকল বাড়ি নির্মাণ করা হয়। প্রত্যেকটি বাড়ির নির্মাণে ১ লক্ষ ৭১ হাজার টাকা ব্যায় করে দুটি কক্ষ, একটি রান্নাঘর, টয়লেট ও সামনে খোলা বারান্দা সহ অন্যান্য সুবিধা। বাড়ি হস্তান্তরের পাশাপাশি তাদের প্রত্যেকে শুকনা খাবারের প্যাকেজ বিতরণ করা হয়।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি Alokito Sakal'কে জানাতে ই-মেইল করুন- dailyalokitosakal@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
Alokito Sakal'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।