নোয়াখালীতে হোমিও দোকানে অবৈধ ভাবে স্পিড জাতীয় মাদক বিক্রি করায় ভ্রাম্যমান আদালতের অভিযান
প্রকাশিত : ০৯:০৪ AM, ১ অক্টোবর ২০১৯ মঙ্গলবার ৯৯ বার পঠিত
নোয়াখালী জেলা প্রশাসক জনাব তন্ময় দাস এর তাৎক্ষণিক নির্দেশনা অনুযায়ী হোমিও দোকানগুলোতে অবৈধভাবে স্পিরিট জাতীয় মাদক বিক্রয়ের বিরুদ্ধে অভিযান চালাই ভ্রাম্যমান আদালত। জেলা শহরের পৌরবাজার থেকে মাইজদী বাজার পর্যন্ত অভিযানে ৪টি হোমিও ঔষধালয়ে মূল্য বিহীন পণ্য সংরক্ষণ ও বিক্রয় এবং রেজিস্ট্রেশন বিহীনভাবে চিকিৎসা সেবা দেওয়ার অপরাধে ৬টি মামলায় ২২হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিট্রেট মো: রোকনুজ্জামান খান। আদালত পরিচালনায় সহযোগিতা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নোয়াখালীর সহকারী পরিচালক দেবানন্দ সিনহা। আইন-শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন সুধারাম মডেল থানা পুলিশ।
যে প্রতিষ্ঠান সমূহে অভিযান চালানো হয়েছে সেগুলো হলো, দা ন্যাশনাল হোমিও ল্যাবরেটরী, দ্যা ন্যাশনাল হোমিও, রিয়াজ হোমিও ফার্মেসী ও নোয়াখালী হোমিও ফার্মেসী। উল্যেখ্য গত কয়েকদিন আগে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার একটি হোমিও দোকান থেকে স্পিরিট জাতীয় মাদক খেয়ে ৭ জনের মৃত্যু হয়।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি Alokito Sakal'কে জানাতে ই-মেইল করুন- dailyalokitosakal@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
Alokito Sakal'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।