নোয়াখালীতে জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত
প্রকাশিত : ০৫:২০ AM, ২৯ সেপ্টেম্বর ২০১৯ রবিবার ২৪৫ বার পঠিত
নোয়াখালীতে শনিবার বিকাল ৪ ঘটিকার সময় জেলা আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে দলীয় কার্যালয়ে। সভায় দলীয় কর্মকাণ্ড ও প্রধানমন্ত্রীর জন্মদিন সহ বিভিন্ন বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। এ সময় জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নোয়াখালী -৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী জানান, আমরা প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগের সভানেত্রী শেখ হাসিনার জন্মদিনে মিলাদ মাহফিল থেকে শুরু করে প্রায় ২০০০ এতিমদের খাওয়ার ব্যবস্থা করি।
একই সাথে আমাদের দলীয় নির্দেশনা অনুযায়ী আগামী ১২ তারিখ সোনাইমুড়ী উপজেলা সম্মেলনের মধ্য দিয়ে আমাদের উপজেলা সম্মেলন শুরু করব। এবং পর্যায়ক্রমে ১৬ অক্টেবর বেগমগঞ্জ,১৯ অক্টেবর হাতিয়া, ২৪ অক্টেবর সুবর্ণচর,২৬ অক্টেবর কবিরহাট, ৩১অক্টেবর সদর, উপজেলা গুলো সম্মেলন শেষ হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সভাপতি খায়রুল আনাম সেলিম, বেগমগঞ্জ – ৩ আসনের সংসদ সদস্য মামুনুর রশীদ কিরণ, হাতিয়া -৬ আসনের সংসদ সদস্য আয়েশা ফেরদৌস ও প্রধানমন্ত্রী ব্যক্তিগত সহকারী ও জেলা আওয়ামীলীগের সহ- সভাপতি জাহাঙ্গীর আলমসহ নেতৃবৃন্দ।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি Alokito Sakal'কে জানাতে ই-মেইল করুন- dailyalokitosakal@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
Alokito Sakal'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।