নেত্রকোনা-খালিয়াজুড়ি সড়ক খানাখন্দে ভরা
প্রকাশিত : ০৭:১৯ AM, ৪ অক্টোবর ২০১৯ শুক্রবার ২৪২ বার পঠিত
নেত্রকোনার মদন পৌরসভার নেত্রকোনা-খালিয়াজুড়ি সড়কের এক কিলোমিটার পর্যন্ত পিচ-সুরকি উঠে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। পৌর সদরের চৌরাস্তা মোড়ে কেন্দুয়া ও বাড়িভাদেরার এলজিইডির দুটি সড়ক উঁচু করে নির্মাণ করায় ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টি হলেই এ রাস্তাটিতে কাদাপানি জমে অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। অপরদিকে মদন বাজারের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের চৌরাস্তা মোড়ে কাদা পানি জমে চলাচল করতে পারছেন না স্থানীয়রা।
মিনি কক্সবাজার নামে খ্যাত উচিতপুর ঘাটে দেশের বিভিন্ন অঞ্চল থেকে শতশত পর্যটকের সমাগম ঘটে। কিন্তু রাস্তাটির বেহালদশা থাকায় পর্যটক, স্থানীয় বাসিন্দা, স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, ক্রেতা-বিক্রেতা, অফিসগামী মানুষ ও জনসাধারণ দুর্ভোগের শিকার হচ্ছেন।
বৃহস্পতিবার সরেজমিনে দেখা গেছে, অফিস, থানা, শিক্ষাপ্রতিষ্ঠান, বাজার, শপিংমলে যাতায়াতের দুই স্থানে সড়কে অসংখ্য খানাখন্দের কারণে বৃষ্টিতে কাদাপানি জমে একাকার হয়ে গেছে এবং হাঁটার কোনো সুযোগ নেই।
এ ব্যাপারে পৌর সভার স্থানীয় কয়েকজন বাসিন্দা অভিযোগ করে বলেন, রাস্তা সংস্কারে অনিয়ম, সড়কে পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় বর্ষার পানি জমে সড়কে বেহালদশার সৃষ্টি হচ্ছে। একটু বৃষ্টি হলেই হাঁটু পানি জমে যায় এ সড়কে। ফলে নতুন বাজারসহ কয়েকটি প্রধান শিক্ষাপ্রতিষ্ঠান ও কেন্দ্রীয় মসজিদে যেতে যাতায়াতকারীদের চরম দুর্ভোগ পোহাতে হয়।
নেত্রকোনা সড়ক ও জনপথ বিভাগের সহকারী প্রকৌশলী রাজিব কুমার জানান, এ রাস্তাটির গুরুত্ব অনুধাবন করে টেন্ডার প্রক্রিয়াধীন আছে।
পৌর মেয়র মো. আব্দুল হান্নান তালুকদার শামীম জানান, এ সড়কের জনদুর্ভোগ সম্পর্কে নেত্রকোনা সড়ক ও জনপথ বিভাগে একাধিকবার যোগাযোগ করেছি। তারা সড়কটি সংস্কার করবে বলে আমাকে আশ্বস্ত করেছে।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি Alokito Sakal'কে জানাতে ই-মেইল করুন- dailyalokitosakal@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
Alokito Sakal'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।