নেইমারে রক্ষা পিএসজির
প্রকাশিত : ০৮:০৬ AM, ২৩ সেপ্টেম্বর ২০১৯ সোমবার ৩৪৫ বার পঠিত
নেইমার ম্যাজিকে জয় নিয়ে মাঠ ছেড়েছে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। রাতে ফ্রেঞ্চ লিগ ওয়ানের ম্যাচে পিএসজি ১-০ গোলে লিঁওকে হারিয়েছে। ৮৬ মিনিট গোলশূন্য ছিল ম্যাচ। নেইমার নিশ্চিত ড্র হতে ম্যাচকে জয়ে পরিণত করেন অসাধারণ এক গোল করে। ম্যাচ শেষ হওয়ার ৩ মিনিট আগে গোল আসে তার কাছ থেকে।
ফ্রেঞ্চ লিগ ওয়ানে ৬ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে পিএসজি। বর্তমান চ্যাম্পিয়নরা চলতি মৌসুমে ১টি ম্যাচে কেবল হেরেছে। বার্সেলোনায় যেতে পারেননি নেইমার। দলবদল নিয়ে বেশ নাটক হয়েছে। অবশেষে ফ্রান্সেই থাকতে হয়েছে তাকে। তবে সেখানেও ব্রাজিলের এই তারকা সফল হচ্ছেন। সম্প্রতি চ্যাম্পিয়নস লিগের ম্যাচে নিষেধাজ্ঞার জন্য খেলতে পারেননি। অবশ্য পিএসজি ৩-০ গোলে রিয়াল মাদ্রিদকে হারিয়েছে।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি Alokito Sakal'কে জানাতে ই-মেইল করুন- dailyalokitosakal@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
Alokito Sakal'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।