নুসরাতের বিয়ের দ্বিতীয় ভিডিও যেন সিনেমা!
প্রকাশিত : 06:35 AM, 26 September 2019 Thursday 899 বার পঠিত
স্বামীর ঠোঁটে ঠোঁট, বাহুডোরে ঘনিষ্ঠভাবে আবদ্ধ হয়ে আগে কোনও ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেননি টালিউড অভিনেত্রী নুসরাত জাহান। এবার আবেদনময়ী ভঙ্গিতে স্বামী নিখিল জৈনের সঙ্গে ঘনিষ্ঠভাবে ধারণ করা ভিডিওতে দেখা গেল অভিনেত্রীর। ভিডিওটি নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন নুসরাত।
গেল জুন মাসে তুরস্কের বোদরুম শহরে প্রাণের মানুষের সঙ্গে বাঁধা পড়েছিলেন নুসরাত। ১৯ জুন মালাবদল করেন তারা। ৪ জুলাই কলকাতায় হয় রিসেপশন পার্টি। তুরস্কে মেহেদি উৎসব থেকে মালাবদল, বিয়ের প্রতিটি আচার অনুষ্ঠানের ভিডিও প্রকাশিত হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সাড়া ফেলেছে ভিডিওটি।
ভিডিওতে দেখা যাচ্ছে, নীল সমুদ্রের মাঝে ইয়টে চেপে কখনও বন্ধুদের সঙ্গে পার্টি করছেন নুসরাত-নিখিল জৈন। কখনও প্রিয় বান্ধবী মিমির সঙ্গে নাচছেন নুসরাত। শুধু তাই নয়, বিয়ের পর নুসরাতের ঠোঁটে ঠোঁট রেখে আলতো ছোঁয়া দিতেও দেখা যায় নিখিলকে।
তুরস্কের দক্ষিণের শহর বোদরুম বিশ্বের মানচিত্রে পরিচিত লাক্সারি টুরিস্ট ডেস্টিনেশন হিসেবে। বলিউড-টালিউডের একাধিক তারকার প্রাইভেট অ্যালবামে বোদরুমের স্মৃতি আছে। বোদরুমের প্রধান আকর্ষণ সমুদ্রের নীল জল, সমুদ্র ঘেঁষা প্রাচীন কেল্লা ‘দ্য কাসল অব সেন্ট পিটার’। এখানে আকর্ষণীয়ভাবে ধরা দিয়েছেন নুসরাত-নিখিল।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি Alokito Sakal'কে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
Alokito Sakal'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।