নিহত হাফেজ রুহুল আমিন হত্যার ঘটনায় ৭জনের বিরুদ্ধে মামলা
প্রকাশিত : ০৫:৫০ PM, ৬ অক্টোবর ২০১৯ রবিবার ১৭২ বার পঠিত
কক্সবাজারের চকরিয়ায় জমির বিরোধ নিয়ে নিহত হাফেজ রুহুল আমিনের হত্যাকান্ডের ঘটনায় ৭জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ঘটনার দিন রাতেই হাফেজ রুহুল আমিনের ছেলে মো.এমদাদ উল্লাহ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। ঘটনার পরপরই হত্যা মামলার প্রধান আসামী বেলাল উদ্দিনকে গ্রেফতার করা হয়। তবে অন্যান্য আসামীদের ধরার জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান চকরিয়া থানার ওসি হাবিবুর রহমান।
এদিকে রবিবার সকাল ১০টার দিকে নিহত হাফেজ রুহুল আমিনের জানাযা কৈয়ারবিল উচ্চ বিদ্যালয়ে মাঠে অনুষ্ঠিত হয়েছে। জানাযা শেষে সামাজিক কবরস্থানে দাফন করা হয়েছে।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ মো. হাবিবুর রহমান বলেন. জমি নিয়ে বিরোধের জের ধরে হত্যার ঘটনায় রুহুল আমিনের ছেলে বাদী হয়ে লিখিত এজাহার দিলে তা মামলা হিসেবে রেকর্ড করা হয়। এজাহারনামীয় প্রধান আসামী বেলালকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। রবিবার আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে। এজাহারনামীয় অপর আসামীদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে।
গত ৫ সেপ্টেম্বর জমির বিরোধ নিয়ে সন্ত্রাসীর দায়ের কুপে নিহত হয়েয়েন হাফেজ রুহুল আমিন। রুহুল আমিন তার মেজ ভাই আমিনুর রশিদের জমির রোপিত ধান কাটতে বাধা দেয়ায় তাকে হত্যা করেছে বলে জানান স্থানীয়রা। এসময় দায়ের কোপে আহত তার ভাই আমিনুর রশিদ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ##
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি Alokito Sakal'কে জানাতে ই-মেইল করুন- dailyalokitosakal@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
Alokito Sakal'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।