নিম্ন আয়ের পরিবারের মাঝে একের ঈদ উপহার বিতরণ
প্রকাশিত : 11:11 PM, 8 May 2021 Saturday 147 বার পঠিত
শনিবার (৮ মে) ময়মনসিংহ সদরে বিভিন্ন এলাকার ২০০ নিম্ন আয়ের পরিবারের মাঝে “একের ব্যাচ-২০০১, ময়মনসিংহ” এর পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ করা হয়। ঈদ উপহার হিসাবে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি- ভাতের চাল, পোলাও এর চাল, আলূ, ডাল, পেঁয়াজ, তেল, সেমাই, চিনি, গুড়ো দুধ এবং গোসলের সাবান ছিল।
গ্রুপের এডমিনগণ জানান, দেশে বিদেশে অবস্থানরত বন্ধুদের আর্থিক সহায়তায় এটি একটি সম্পূর্ণ অরাজনৈতিক এবং মানব কল্যাণমূলক উদ্যোগ। গ্রুপ প্রতিষ্ঠার পর থেকে এ নিয়ে তৃতীয়বারের মত আমরা নিম্ন আয়ের মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করেছি। ভবিষ্যতেও এ উদ্যোগ বজায় থাকবে।
উল্লেখ্য, বৃহত্তর ময়মনসিংহের এসএসসি ২০০১ ব্যাচের পরীক্ষার্থীদের নিয়ে গঠিত “একের ব্যাচ-২০০১, ময়মনসিংহ” অরাজনৈতিক সংগঠন।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি Alokito Sakal'কে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
Alokito Sakal'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।