নিজেকে প্রমাণের কিছু নেই: আফিফ
প্রকাশিত : ০৭:৫১ AM, ৬ অক্টোবর ২০১৯ রবিবার ২৫২ বার পঠিত
বাংলাদেশ দলের তরুণ ক্রিকেটার আফিফ। ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত খেলেছেন। এর আগে বয়সভিত্তিক, ঘরোয়া ক্রিকেট ও ইমার্জিং দলে ভালো পারফরম্যান্স করায় জাতীয় দলে সুযোগ পেয়েছেন তিনি। তবে সেই সুযোগ কাজেও লাগিয়েছেন তরুণ এই অলরাউন্ডার। এবার ডাক পেয়েছেন শ্রীলঙ্কা ‘এ’ দলের সঙ্গে আনঅফিসিয়াল ওয়ানডে সিরিজ খেলা। সেই সিরিজের উদ্দেশ্যে আগামীকাল দেশ ছাড়বেন তিনি।
যাবার আগে সাংবাদিকদের আফিফ বলেন, ‘এইচপি, ইমার্জিংয়ে, অনূর্ধ্ব ২৩ এসবে দেখা যায় প্রতিপক্ষের মান ভালো থাকে। ফলে ওখানে ভালো করলে আত্মবিশ্বাস বাড়ে, আমি ওখানে ভালো খেলায় আত্মবিশ্বাসী হয়েছি যা আন্তর্জাতিক ম্যাচে কাজে লেগেছে।’
এই সিরিজ নিয়ে আলাদাভাবে প্রমাণ করার আছে কিনা প্রশ্ন করলে আফিফ বলেন, ‘না সেভাবে প্রমাণ করার কিছু নেই। গত দুই মৌসুমে যতগুলো চারদিনের ম্যাচ খেলেছি এনসিএল, বিসিএলে বেশ ভালো করেছি। এবারও লক্ষ্য থাকবে ভালো করার।’
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি Alokito Sakal'কে জানাতে ই-মেইল করুন- dailyalokitosakal@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
Alokito Sakal'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।