না.গঞ্জে বিভিন্ন যানবাহনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
প্রকাশিত : 06:13 PM, 23 September 2019 Monday 662 বার পঠিত
স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জে বিভিন্ন যানবাহনে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছে। সোমবার (২৩ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডস্থ যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের সামনের প্রধান সড়কে এ অভিযান চালানো হয়। অভিযানের নেতৃত্বে ছিলেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাবেরী রায়।
তিনি জানান, জেলা প্রশাসক মো. জসিমউদ্দিনের নির্দেশক্রমে মোটরযান অধ্যাদেশ-১৯৮৩ আইনে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন ড্রাইভিং লাইসেন্স, রেজিেেস্ট্রশন সার্টিফিকেট, ফিটনেস সার্টিফিকেট, রুট পারমিট এবং ট্যাক্স টোকেন ইত্যাদি না থাকায় বিভিন্ন ধারায় বন্ধু পরিবহন, মৌমিতা পরিবহন, ট্রাক, লেগুনা, কাভার্ডভ্যান ইত্যাদি পরিবহনকে ৭টি মামলা করে ৯ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
অভিযানে সহায়তা প্রদানকারী হিসেবে বিআরটিএ নারায়ণগঞ্জ এর মোটরযান পরিদর্শক এবং বাংলাদেশ পুলিশ ফোর্স উপস্থিত ছিলেন।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি Alokito Sakal'কে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
Alokito Sakal'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।