নারিন্দায় ফাঁস হলো রোশানের গোপন খবর
প্রকাশিত : 07:38 AM, 22 September 2019 Sunday 533 বার পঠিত
চলচ্চিত্র নির্মাতা অনন্য মামুন নির্মাণ করছেন ‘মেকআপ’ নামে সিনেমা। এক সুপারস্টারের জীবনের গল্প নিয়ে নির্মিত হচ্ছে এটি। সুপারস্টারের চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেতা তারিক আনাম খান।
সিনেমাটির দৃশ্যধারণের কাজ প্রায় শেষ হলেও এখনো গোপন রয়েছে অন্যান্য শিল্পীদের নাম। তবে রোশান সিনেমাটিতে অভিনয় করবেন এমন গুঞ্জন এর আগে উঠেছিল। কিন্তু বিষয়টি নিয়ে মুখ খুলেননি পরিচালক মামুন কিংবা রোশান। অবশেষে সিনেমাটিতে রোশানের অভিনয়ের বিষয়টি নিশ্চিত করেছে বিশ্বস্ত একটি সূত্র।
সূত্রটি আরো জানায়, সিনেমাটিতে নায়কের ভূমিকায় অভিনয় করছেন চিত্রনায়ক রোশান। আজ শনিবার রাজধানীর নারিন্দায় এর শুটিংয়ে অংশ নিতেও দেখা গেছে তাকে।
সিনেমাটির ‘বেবি বিউটিফুল’ শিরোনামের একটি গানে কণ্ঠ দিয়েছেন বলিউডের ‘ফিরভি তুমকো চাহুঙ্গি’, ও ‘মেরি লায়লা’খ্যাত বলিউড কণ্ঠশিল্পী জ্যোতিকা টাংরি। গানটির কথা ও সুর করেছেন স্যাভি।
ভারতের রামুজি ফিল্ম সিটিতে সিনেমাটির শুটিং হয়েছে। এছাড়া সুনামগঞ্জ, মানিকগঞ্জ ও ঢাকার বেশ কিছু স্থানে দৃশ্যধারণের কাজ হয়েছে। সিনেমাটির ডিজিটাল পার্টনার হিসেবে রয়েছে লাইভ টেকনোলজিস।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি Alokito Sakal'কে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
Alokito Sakal'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।