নারায়ণগঞ্জে তালাবদ্ধ কক্ষে তরুণের গলাকাটা লাশ
প্রকাশিত : ১২:৫০ PM, ৮ অক্টোবর ২০১৯ মঙ্গলবার ১১৪ বার পঠিত
স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জের অাড়াইহাজারে তালাবদ্ধ কক্ষ থেকে এক তরুণের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম পারভেজ (১৭) । সে মোটরসাইকেল সার্ভিসিংয়ের কর্মী ছিলো। মঙ্গলবার সকালে উপজেলার সাতগ্রাম ইউনিয়নের পুরিন্দা এলাকায় একটি দোকান থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। পারভেজের বাড়ি ময়মনসিংহ জেলায়।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, পারভেজ ও সুমন নামের আরেকজন আশোয়াট গ্রামের জুয়েলের মোটরসাইকেল সার্ভিসিংয়ের দোকানের কর্মী। প্রতিদিনের মত কাজ শেষে সোমবার রাতে জুয়েল তাদের ঘুমিয়ে পড়ার কথা বলে বাড়ি চলে আসে। মঙ্গলবার সকাল ৮টার দিকে জুয়েল দোকানে গিয়ে বাইরে থেকে তালা ঝোলানো এবং পাশেই তালার চাবি পড়ে থাকতে দেখে। চাবি নিয়ে তালা খুলে দেখে পারভেজের গলা কাটা লাশ দোকানের মেঝেতে পড়ে রয়েছে। সুমন দোকানে নেই; এমনকি তার মোবাইল ফোন বন্ধ।
তিনি জানান, পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পারভেজের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে পাঠানোর প্রস্তুতি নেয়।
ওসি বলেন, ধারণা করা হচ্ছে সোমবার গভীর রাতে পারভেজকে গলা কেটে হত্যা করে খুনিরা পালিয়ে যায়। তবে তার সহযোগী সুমনকে গ্রেফতার করতে পারলে হত্যার রহস্য বের করা সম্ভব হবে। পুলিশ সুমনকে গ্রেফতারে কাজ করছে।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি Alokito Sakal'কে জানাতে ই-মেইল করুন- dailyalokitosakal@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
Alokito Sakal'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।