না:গঞ্জে যানবাহনে ভ্রাম্যমাণ অাদালতের অভিযানে একজনের জেল ও ১০ মামলা
প্রকাশিত : ০৬:২৫ PM, ২৬ সেপ্টেম্বর ২০১৯ বৃহস্পতিবার ৪৮৩ বার পঠিত
স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জে বিভিন্ন যানবাহনে অভিযান চালিয়ে ১০টি মামলা ও একজনকে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডস্থ যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের সামনের প্রধান সড়কে এ অভিযান চালানো হয়। অভিযানের নেতৃত্বে ছিলেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাবেরী রায়।
তিনি জানান, জেলা প্রশাসক মো. জসিমউদ্দিনের নির্দেশক্রমে মোটরযান অধ্যাদেশ-১৯৮৩ আইনে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন ড্রাইভিং লাইসেন্স, রেজিস্ট্রেশন সার্টিফিকেট, ফিটনেস সার্টিফিকেট, রুট পারমিট এবং ট্যাক্স টোকেন ইত্যাদি না থাকায় মোটরযান পরিচালনা করার অপরাধে ১০টি মামলা করা হয়। এতে ৫ হাজার ৭০০ টাকা জরিমানা অাদায় করা হয়। এ ছাড়া হেলপার দিয়ে গাড়ি চালানোর অপরাধে একজনকে একদিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
অভিযানে সহায়তা প্রদানকারী হিসেবে বিআরটিএ নারায়ণগঞ্জ এর মোটরযান পরিদর্শক এবং বাংলাদেশ পুলিশ ফোর্স উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত সোমবার একই স্থানে ভ্রাম্যমাণ অাদালত বিভিন্ন যানবাহনে অভিযান চালায়।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি Alokito Sakal'কে জানাতে ই-মেইল করুন- dailyalokitosakal@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
Alokito Sakal'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।