নাইক্ষ্যংছড়ির বাইশফাঁড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে এক রোহিঙ্গা যুবকের মৃত্যু
প্রকাশিত : ০৬:৫৪ PM, ২৩ সেপ্টেম্বর ২০১৯ সোমবার ৩৬৮ বার পঠিত
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশফাঁড়ি সীমান্তে মাইন বিস্ফোরনে রোহিঙ্গা যুবকের মৃত্যু হয়েছে। নিহত রোহিঙ্গার নাম আবদুল মজিদ (৩৬) ।
আজ সোমবার (২৩সেপ্টেম্বর) দুপুর আড়াইটার সময় নাইক্ষ্যংছড়ি ঘুমধুম ইউনিয়নের বাইশফাঁড়ি সীমান্তে এঘটনা ঘটে।
স্থানীয়দের ধারনা, রোহিঙ্গা ওই যুবক সীমান্ত এলাকা পাড়ি দেবার সময় আগে থেকে সীমানার মাটির নিচে রাখা মাইন বিস্ফোরনে এ ঘটনা ঘটেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আনোয়ার হোসেন বলেন, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পরে লাশ কক্সবাজার হাসপাতালে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি Alokito Sakal'কে জানাতে ই-মেইল করুন- dailyalokitosakal@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
Alokito Sakal'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।