নবীনগরে ইউনিয়ন যুবলীগ সভাপতির পিতা হাজী আব্দুল জলিলের দাফন সম্পন্ন
প্রকাশিত : 03:45 AM, 21 September 2019 Saturday 554 বার পঠিত
নবীনগর উপজেলার বিদ্যাকুট ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি রবিউল আলম রুবেলের পিতা হাজী অাব্দুল জলিল ১৯শে সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার বিকাল ৪:৩০ মিনিটে ব্রাহ্মণবাড়িয়ায় চিকিৎসাধীন অবস্থায় শেষ নিংশ্বাস ত্যাগ করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে মরহুমের বয়স ছিল ৮০ বছর। নামাজের জানাজায় শরিক হয়ে মরহুমের বিদেহী আত্নার মাগফেরাত কামনার্থে মুসল্লিদের ঢল। ২০শে সেপ্টেম্বর রোজ শুক্রবার বাদ জুমা সেমন্তঘর হাফেজিয়া মাদ্রাসার মাঠে মরহুমের জানাজার শেষে সেমন্তগর কবরস্থান দাফন করা হয়।
বিদ্যাকুট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক ভিপি এনাম, হযরত মাওলানা কাইয়ূম ফারুকী, হযরত মাওলানা মুছা কাশেমি, হযরত মাওলানা আবু বক্কর, জেলা যুবলীগের সাধারন সম্পাদক এড: সিরাজুল ইসলাম ফেরদৌস, জাকির হোসেন ভূইয়া, নবীনগর উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক আশরাফুল ইসলাম রিপন সহ এলাকার গম্যমান্য উপস্হিত হয়ে গভীর শোক প্রকাশ করেন এবং শোকার্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
জানাজা পরিচালনা করেন মরহুমের ছেলে হাফেজ মাওলানা কামরুল হাসান।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি Alokito Sakal'কে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
Alokito Sakal'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।