নতুন ‘মালিঙ্গা’কে পেল শ্রীলঙ্কা
প্রকাশিত : ০৬:১৬ AM, ২৮ সেপ্টেম্বর ২০১৯ শনিবার ২২০ বার পঠিত
ঠিক যেন মালিঙ্গা! দৌঁড়ের ধরণ, বোলিং অ্যাকশন, ডেলিভারি হুবহু না হলে ১০০তে ৯০! বলা হচ্ছে শ্রীলঙ্কার নতুন এক পেসারের কথা। যার নাম মাতিশা পাতিরানা।
শ্রীলঙ্কার কলেজ ক্রিকেট টুর্নামেন্টে সাড়া ফেলে দিয়েছেন এই ১৭ বছর বয়সী খেলোয়াড়। ক্যান্ডির ট্রিনিটি কলেজের হয়ে বল হাতে নেমে ৭ রানে ৬ উইকেট নিয়েছে এই কিশোর।
সামাজিক মাধ্যম টুইটারে পাতিরানার উইকেট শিকারের একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখে বলা হচ্ছে; যেন নতুন মালিঙ্গাকে পেল শ্রীলঙ্কা।
মালিঙ্গার মতোই ‘স্লিঙ্গিং’ অ্যাকশন পাতিরানার। ইয়র্কারও দেন তার মতোই। তাই আলোচনা চলছে সর্বত্র।
শ্রীলঙ্কান গণমাধ্যম পাতরানাকে নিয়ে একটি প্রতিবেদন করেছে, যেখানে বলা হয়েছে- ১৭ বছর বয়সে দ্য স্লিঙ্গা খ্যাত লাসিথ মালিঙ্গা বল করতেন, সেভাবেই বল করে মাতিশা পাতিরানা। তাকে প্রভিনশিয়াল টুর্নামেন্টের জন্য শ্রীলঙ্কার অনূর্ধ্ব-১৯ দলে ডাকা হয়েছে। নিজের ধারা অব্যাহত রাখলে যেকোনো সময় জাতীয় দলে চলে আসতে পারে এই কিশোর ক্রিকেটার।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি Alokito Sakal'কে জানাতে ই-মেইল করুন- dailyalokitosakal@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
Alokito Sakal'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।