নজিপুর পৌরসভার ভোট গ্রহন চলছে
প্রকাশিত : ১১:১৩ AM, ১৬ জানুয়ারী ২০২১ শনিবার ৬২ বার পঠিত
মাসুদ রানা ,পত্লীতলাঃ
নওগাঁর নজিপুর পৌরসভার ভোট গ্রহণ শুরু হয়েছে। আজ সকাল ৮টা থেকে সুষ্ঠ ও শান্তিপূর্ন ভাবে এ ভোট গ্রহন শুরু হয়। চলবে বিরতিহীন বিকেল ৪টা পর্যন্ত।
সকাল ৮টা থেকে ভোট গ্রহন শুরু হলেও কুয়াশা আর ঠান্ডার মধ্যেও ভোটার উপস্থিতি ছিল অনেক। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের উপস্থিতি বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।
এ পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী রেজাউল কবির চৌধূরী ও বিএনপির মনোনীত প্রার্থী আনোয়ার হোসেন প্রতিদ্বন্দীতা করছেন। এছাড়াও কাউন্সিলর পদে ৩৫ জন ও ১২জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। নজিপুর পৌরসভায় ৯টি ওয়ার্ডে মোট ১৬ হাজার ৯৯৭জন। এর মধ্যে পুরুষ ভোটার ৮ হাজার ২১৫ জন ও মহিলা ভোটার ৮ হাজার ৭৮২ জন।
নির্বাচনী এলাকায় পুলিশ, বিজিবি টহলের পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেটে ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে রয়েছে মোবাইল টিম।
এদিকে, সকালে বিএনপি প্রার্থী আনোয়ার হোসেন পলিপাড়া কেন্দ্রে অভিযোগ করে বলেন, কোন এজেন্ট কেন্দ্রে যেতে দেয়া হচ্ছে না। সুষ্ঠ ভোটের কোন পরিবেশ নাই।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি Alokito Sakal'কে জানাতে ই-মেইল করুন- dailyalokitosakal@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
Alokito Sakal'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।