ধামইরহাট সীমান্তে শীতার্তদের মাঝে ১৪ বিজিবি’র শীতকালীন কম্বল বিতরণ
প্রকাশিত : ০৬:৩৯ PM, ১৯ জানুয়ারী ২০২১ মঙ্গলবার ৯৪ বার পঠিত
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর ধামইরহাট সীমান্তে শীতার্তদের মাঝে ১৪ বিজিবি’র শীতকালীন কম্বল বিতরণ করা হয়েছে।
চলতি মৌসুমে সারা দেশে চলছে কনকনে শীত, পাশাপাশি ঘন কুয়াশায় অসহায় দারিদ্র মানুষের কষ্টের সীমা থাকে না। প্রতিবছরের ন্যায় এবারও এসব হতদরিদ্র শীতার্ত মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন পত্নীতলার ১৪ বিজিবি ব্যাটালিয়ন।
১৪ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল এস এম নাদিম আরেফিন সুমন, পিএসসি, জি জানান, মঙ্গলবার সকাল ১০টায় ধামইরহাট উপজেলার সীমান্তবর্তী বেলঘড়িয়া, কয়রাপাড়া, টুটিকাটা, দূর্গাপুর ও উত্তর চকরহমতপুর এলাকার ২ শতাধিক শীতার্ত অসহায়, এতিমদের মাঝে শীতকালীন কম্বল বিতরণ করেন বিজিবি’র রাজশাহী সেক্টর কমান্ডার কর্নেল তুহিন মোহাম্মদ মাসুদ, বিপিএম, জি।এ সময় নায়েক সুবেদার গোলাম কবির সহ বিজিবি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজিবি’র উর্ধতন কর্মকর্তারা জানান, জনদুর্ভোগ লাঘবে ভবিষ্যতেও আমাদের এ ধরণের সহযোগিতার ধারাবাহিকতা অব্যাহত থাকবে।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি Alokito Sakal'কে জানাতে ই-মেইল করুন- dailyalokitosakal@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
Alokito Sakal'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।