ধামইরহাটে সরকারী ভাবে চাল সংগ্রহের উদ্বোধন করলেন সাংসদ শহীদুজ্জামান সরকার
প্রকাশিত : ০৫:১৮ PM, ২৭ জানুয়ারী ২০২১ বুধবার ৬৭ বার পঠিত
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর ধামইরহাট অভ্যন্তরীন ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। ২৭ জানুয়ারী বেলা ১১ টায় উপজেলা খাদ্য গুদামে শুধুমাত্র চাল সংগ্রহের উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নওগাঁ-২ আসনের এম.পি মো. শহীদুজ্জামান সরকার। ইউএনও গনপতি রায়ের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান আজাহার আলী মন্ডল, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আতাউর রহমান, উপজেলা খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহেদুর রহমান,খাদ্য পরিদর্শক আবুল হোসেন খান, সিনিয়র সাংবাদিক এম এ মালেক, উপজেলা প্রেস ক্লাব সভাপতি আবু মুছা স্বপন, সাংবাদিক জাহিদ হাসান, বিশিষ্ট ব্যবসায়ী জিতু প্রমুখ উপস্থিত ছিলেন। প্রতি কেজি চাল ৩৭ টাকা কেজি দরে এ উপজেলায় ৩টি গুদামের মাধ্যমে মোট ৪ শত ৮ মেট্রিকটন চাল ক্রয় করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি Alokito Sakal'কে জানাতে ই-মেইল করুন- dailyalokitosakal@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
Alokito Sakal'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।