ধামইরহাটে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচির উদ্বোধন
প্রকাশিত : ০৮:৩৭ PM, ৪ অক্টোবর ২০১৯ শুক্রবার ৪০১ বার পঠিত
‘সারা দেশের ন্যায় নওগাঁর ধামইরহাটে ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচির উদে¦াধন করা হয়েছে। গতকাল বেলা ১১টায় চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয় হলরুমে উপজেলা নির্বাহী অফিসার গনপতি রায়ের সভাপতিত্বে আনুষ্ঠানিক ভাবে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের উদ্বোধন করেন নওগাঁ জেলা নির্বাচন কর্মকর্তা মো. মাহমুদ হাসান।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ধামইরহাট উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেন, পোরশা উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. তোজাম্মেল হক, প্রধান শিক্ষক এস.এম খেলাল ই রব্বানী প্রমুখ।
ধামইরহাট উপজেলা নির্বাচন অফিসের তথ্য অনুযায়ী জানা গেছে, উপজেলার ৮টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ১৪ জন সুপারভাইজার এবং ৭১ জন তথ্য সংগ্রহকারী বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের তথ্য সংগ্রহ করবেন। আগামী ২৩-১০-১৯ তারিখ পর্যন্ত হালনাগাদ কার্যক্রম চলমান থাকবে। সকলকে সঠিক তথ্য দিয়ে সহায়তা করার আহবান জানান উপজেলা নির্বাচন কর্মকর্তা।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি Alokito Sakal'কে জানাতে ই-মেইল করুন- dailyalokitosakal@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
Alokito Sakal'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।