ধামইরহাটে নৌকার বিজয় নিশ্চিতে প্রচারনায় কেন্দ্রীয় যুবলীগ নেতারা
প্রকাশিত : ১০:৪১ PM, ২৭ জানুয়ারী ২০২১ বুধবার ৭৭ বার পঠিত
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর ধামইরহাটে পৌরসভার নির্বাচনের বাকী আর মাত্র ২ দিন। এরই মধ্যে জমে উঠেছে নির্বাচনী প্রচার-প্রচারনা।
এ নির্বাচনে আওয়ামীলীগ থেকে মনোনয়ন নিয়ে নির্বাচন করছে বর্তমান মেয়র আমিনুর রহমান। আর তার প্রতীক নৌকার বিজয় নিশ্চিতে প্রচারনায় নেমেছে কেন্দ্রীয় যুবলীগ নেতারা। ২৭ জানুয়ারী সকাল থেকে ধামইরহাট পৌর এলাকার বিভিন্ন স্থানে গণসংযোগ করেন কেন্দ্রীয় যুবলীগ নেতৃবৃন্দ। পরে দুপুরে টিএন্ডটি মোড়ে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মেয়র আমিনুর রহমানের নির্বাচনী পথসভায় ধামইরহাট উপজেলা যুবলীগের সভাপতি জাবিদ হোসেন মৃদুর সভাপতিত্বে এবং ধামইরহাট উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানার সঞ্চালনায় নৌকা প্রতীকে ভোট চেয়ে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রফিকুল আলম সৈকত জোয়ার্দার, কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক রাজু আহমেদ, কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য আবু হাসান সিদ্দিকী মিলন, নওগাঁ জেলা যুবলীগের সাধারণ সম্পাদক বিমান কুমার রায়, পৌর মেয়র প্রার্থী আমিনুর রহমান, যুবলীগ সাংগঠনিক সম্পাদক ইনজামামুন হক সরকার শিমুল, ১নং ধামইরহাট ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান, ইসবপুর ইউপি চেয়ারম্যান ইমরুল কায়েশ বাদল, কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা আকতার হোসেন, ধামইরহাট উপজেলা ছাত্রলীগ নেতা আসাদুজ্জামান আসাদ, প্রমুখ।
উল্লেখ্য আগামী ৩০ জানুয়ারী সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ করা হবে বলে উপজেলা নির্বাচন অফিস সূত্র জানিয়েছে।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি Alokito Sakal'কে জানাতে ই-মেইল করুন- dailyalokitosakal@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
Alokito Sakal'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।