ধামইরহাটে জাতীয় সমবায় দিবস পালিত
প্রকাশিত : ০৬:৪৮ PM, ২ নভেম্বর ২০১৯ শনিবার ২১৫ বার পঠিত
নওগাঁর ধামইরহাটে উপজেলা সমবায় দপ্তরের উদ্যোগে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।২ নভেম্বর বেলা ১১ টায় উপজেলা পরিষদ থেকে ১টি র্যালী বেরা হয়।
র্যালী শেষে ইউএনও গনপতি রায়ের সভাপতিত্বে অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. আজাহার আলী।
এ সময় উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, সমবায় অফিসার হারুনুর রশিদ, উপজেলা আনসার ভিডিপি অফিসার হাফজা খাতুন ইলা, বীর মুক্তিযোদ্ধা অফির উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা জাহিরুল ইসলাম, উপজেলা শিল্পকলা একাডেমী সংগীত প্রশিক্ষক মোস্তফা কামাল চৌধুরী জিন্নাহ গুরু, আল-রাজি সমবায় সমিতির সভাপতি মোস্তফা কামাল, সিনিয়র সাংবাদিক এম এ মালেক, উপজেলা প্রেস ক্লাব সভাপতি আবু মুছা স্বপন, সম্পাদক মেহেদী হাসান, পাস্কায়েল হেমরম, সাংবাদিক অরিন্দম মাহমুদ, রাসেল মাহমুদ, উপস্থাপক সেলিম মাহমুদ রাজু, সমবায়ী নেতা মফিজ উদ্দিন, ধামইরহাট থানার সহকারী উপ-পুলিশ পরিদর্শক মো. জাহিদ হাসান, উপজেলা ছাত্রলীগ সভাপতি আবু সুফিয়ান হোসাইন প্রমুখ উপস্থিত ছিলেন।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি Alokito Sakal'কে জানাতে ই-মেইল করুন- dailyalokitosakal@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
Alokito Sakal'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।