ধামইরহাটের চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে লটারির মাধ্যমে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
প্রকাশিত : ০৭:৫৬ PM, ১১ জানুয়ারী ২০২১ সোমবার ১১৯ বার পঠিত
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি-
নওগাঁর ধামইরহাটে চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে লটারির মাধ্যমে ৬ষ্ঠ ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। ১১ জানুয়ারী সোমবার বেলা ১১ টায় বিদ্যালয়ের প্রাঙ্গণে বিদ্যালয়ের সভাপতি সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার গণপতি রায় এই লটারি প্রক্রিয়ায় উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক খেলাল-ই- রব্বানী, সহকারী শিক্ষক এটিএম বদিউল আলম তপন কুমার, অভিভাবক আব্দুল কুদ্দুস, সিনিয়র সাংবাদিক এম এ মালেক, উপজেলা প্রেস ক্লাব সভাপতি আবু মুছা স্বপন, সম্পাদক মেহেদী হাসানসহ অন্যান্য শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ।ষষ্ঠ শ্রেণীতে সাড়ে ৩ শত আবেদনকারীর মধ্যে লটারির মাধ্যমে ১২০ জন শিক্ষার্থী ভর্তির জন্য নির্বাচিত করা হয়।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি Alokito Sakal'কে জানাতে ই-মেইল করুন- dailyalokitosakal@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
Alokito Sakal'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।